সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম দিকের আসাদ গেট সড়কে ইংরেজিতে লেখা সব সাইনবোর্ড উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ অভিযানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ড উচ্ছেদ করে জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিউর রহমান এ অভিযান পরিচালনা করছেন।
যেসব সাইনবোর্ডে শতভাগ ইংরেজি লেখা সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। তবে বাংলার পাশাপাশি যারা ইংরেজি লিখেছেন তাদের সাইনবোর্ড এ অভিযানের আওতামুক্ত থাকছে।