নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার দিনগত (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু।
এজাহারভুক্ত আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কুমড়ি গ্রামের শরীফ মুনীর হোসেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক দিঘলিয়া ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রাথী মাসুদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুম, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুর সরদার, কুমড়ি গ্রামের বদিউর রহমানের ছেলে হত্যাসহ প্রায় এক ডজন মামলার আসামি সোহেল খা, আ’লীগ নেতা শরীফ মুনীর হোসেনের ভাই শরীফ বাকী বিল্লাহ, কুমড়ি গ্রামের বনি শেখ, কটু শেখ, হেদায়েত আলী. খায়ের শেখ, বাবু শেখ, রওশন শেখ, রিপন দত্ত, নজরুল ফকির ও রব মোল্যা।
উল্লেখ্য চেয়ারম্যান পলাশকে গত বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিনে দুপুরে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার জুম্মার পরে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার জন্মস্থান কুমড়ি গ্রামের কবরস্থানে দাফন করা হয়।