জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের সাজা আপিলের রায়েও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়ার আইনজীবীরা তাদের ব্যর্থতার দায় আমাদের (রাষ্ট্রপক্ষ) ওপর চাপিয়ে দিচ্ছেন। এটা দুঃখজনক।’
খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতা কী ছিল তা জানতে চাইলে তিনি বলেন, ‘এতিমের টাকা তারা আত্মসাৎ করেছেন এ কথা শুনলেই খালেদা জিয়ার আইনজীবীরা ক্ষেপে যান। আইনজীবীদের পেশাগত জায়গা থেকে তারা এটা করতে পারেন না।’
তিনি বলেন, ‘আদালতে খালেদা জিয়ার জামিন শুনানিতে তার আইনজীবীরা বক্তব্য (শুনানি) দিয়েছেন, আমরাও দিয়েছি। এখন আদালত মনে করলে তাকে জামিন দিতেও পারেন।’ তবে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আপিলেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।
অন্য এক প্রসঙ্গে মাহবুবে আলম আরও বলেন, ‘আমাদের রাষ্ট্রপক্ষের একটি ব্যর্থতা রয়েছে। তা হলো, ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী দেশে অরাজকতা সৃষ্টির মামলাগুলোয় আমরা এখনও একটিরও বিচার শেষ করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে আমি কোনও রাজনৈতিক বক্তব্য দেইনি। আইনি যুক্তিতে কথা বলেছি।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন বিচারিক আদালত। রায়ের পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন।