মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাইয়ের তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ বুধবার (২১ মার্চ) এক সংবাদ সম্মেলনে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের কথা জানানো হয়।
ওই তিনব্যক্তি হলেন- হবিগঞ্জের লাখাই থানার মানপুর গ্রামের মতিউর রহমানের ছেলে শফি উদ্দিন মাওলানা (৮০), মুড়িয়াউক গ্রামের আতাব উল্লাহর ছেলে তাজুল ইসলাম (৮০) এবং আশুক উল্লাহর ছেলে জাহেদ মিয়া (৬২)।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের ৩১ অক্টোবর দিনগত রাত তিনটা থেকে পরদিন বিকেল চারটা পর্যন্ত মুড়িয়াউক গ্রামের ইদ্রিস মিয়ার বাড়ি, শফি মাওলানার বাড়ি এবং উজদার বিলে ঘটনা ঘটে। ইদ্রিস মিয়াকে তার বাড়ি থেকে আটক পূর্বক অপহরণ করে নির্যাতন ও হত্যা করা হয়।
আসামিদের মধ্যে শফি উদ্দিন মাওলানা ছাড়া বাকি দু’জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। শিগগিরিই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে দাখিলের কথা জানিয়েছে তদন্ত সংস্থা।