কারাদণ্ড ভোগের দুই যুগ পর হাইকোর্টের রায়ে নির্দোষ প্রমাণিত

কারাদণ্ড ভোগের দুই যুগ পরে হাইকোর্টের রায়ে নির্দোষ প্রমাণিত প্রমাণিত হয়েছেন আবদুল কাদের ও মফিজুর রহমান নামের দুই ব্যক্তি

আজ বুধবার (২১ মার্চ) বিচারপতি কাজী রেজা-উল হকের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের রায়ের ৩১ বছর পর পাঁচ বছর সাজাপ্রাপ্ত ওই দুই ব্যক্তিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে ৬টি গরু আমদানির অভিযোগের মামলায় ১৯৮৭ সালে যশোরের বিচারিক আদালত আবদুল কাদের ও মফিজুর রহমানকে পাঁচ বছরের সাজা দেন। এরপর আবদুল কাদের ও মফিজুর রহমান রায়ের বিরুদ্ধে তৎকালীন যশোর হাইকোর্টে আপিল করেন। এক সময় দেশের বিভাগীয় হাইকোর্ট বিলুপ্ত হলে ওই মামলা ঢাকার হাইকোর্টে আসে। তবে এরমধ্যেই ৫ বছর সাজা খাটা হয়ে যায় ওই দুইজনের। পরে মারা যান সাজা খাটাদের একজন মফিজুর রহমান।

অবশেষে বিচারিক আদালতের রায়ের ৩১ বছর পর হাইকোর্টে সেই আপিলের শুনানি হয় গতকাল মঙ্গলবার। এরপর আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের হাইকোর্ট বেঞ্চ ওই দুই ব্যক্তিকে এই মামলায় খালাস দিয়ে রায় দেন।

আদালতে আসামি পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী কুমার দেবুল দে।