খুলনায় ওকালতনামা, বেইলবন্ড ও বার কাউন্সিলের স্টিকার জালিয়াতির অভিযোগে দুই আইনজীবীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪টি ওকালতনামা, ২৯টি বেইলবন্ড, ৪৪টি বার কাউন্সিল স্টিকার, জেলা আইনজীবী সমিতি ও সভাপতি-সাধারণ সম্পাদকের নকল সিল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করেছে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
এরা হলেন, অ্যাড. এস এম আরিফুর রহমান, অ্যাড. জিএম শাহাদাৎ হোসেন ও জেলা বারের অফিস সহকারী মো. মারুফ। এ ঘটনায় জড়িত মহিলা আইনজীবী বিউটি আক্তার পলাতক রয়েছেন। এরা তিনজনই খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য।
জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক আলামিন উকিল গণমাধ্যমকে জানান, অনেকদিন থেকে এ চক্রটি জাল-জালিয়াতি করে আসছে। একটি ওকালতনামা দুইশ পঞ্চাশ টাকায় বিক্রি করা হয়। কিন্তু অনেক দিন ধরে একটি চক্র ২৩০ টাকায় ওকালতনামা বিক্রি করে আসছে। এ বিষয়টি গোপনে বারের নেতৃবৃন্দ তদন্ত করেছেন। অবশেষে আইনজীবী সমিতির পিয়ন মারুফের সূত্র ধরে জালিয়াতি চক্রের চার সদস্যকে শণাক্ত করা হয়েছে। স্থানীয় ছাপাখানা থেকে তারা এসকল কাগজপত্র ছাপিয়ে আদালতে বিক্রি করে।