সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
তার ছেলে আশিকুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বাবার অবস্থার উন্নতি হওয়ায় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লিয়াকত আলীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিচারপতি খায়রুল হকের। এখনো পালস কম তার।
এর আগে, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিচারপতি খায়রুল হক। পরে তাকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি করা হয়।
আশিকুল হক বলেছিলেন, ‘বাবার নিম্ন রক্তচাপজনিত সমস্যা রয়েছে এবং পালস কম। বৃহস্পতিবার রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে বারডেমে ভর্তি করা হয়।’
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান। তিনি ২০১০ সালের সেপ্টেম্বরে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরের বছর মে মাসে তিনি অবসরে যান।