ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান (ফাইল ছবি)

প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠী হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে তার বাসভবনে যে হামলা ও ভাঙচুর হয়েছে, সেটাকে ‘স্বাভাবিক’ মনে করছেন না জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এটা প্রাণনাশের উদ্দেশ্যে হামলা হয়েছে বলেই প্রতীয়মান হয়েছে।

আজ সোমবার (৯ এপ্রিল) সকালে উপাচার্য তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত জানান।

উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, গতকাল রাতে যে তাণ্ডব চালানো হয়েছে, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট নয়, একটি প্রশিক্ষিত ও সন্ত্রাসী গোষ্ঠী লাশের রাজনীতির জন্য এ তাণ্ডব চালিয়েছে। এই হামলা স্বাভাবিক নয়। হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, রোববার (৮ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।