যশোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আইনজীবী নিহত
সড়ক দুর্ঘটনা

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় হাইকোর্টের আইনজীবী নিহত

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রবাসীসহ আরও তিনজন।

গতকাল শুক্রবার (১১ মে) সকালে উপজেলার উত্তরভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বেলকোনা এলাকায়।

সড়ক দুর্ঘটনায় নিহতের নাম জুয়েল আহমদ (৪০)। তিনি হাইকোর্টের এক আইনজীবী ছিলেন বলে নিহতের স্বজনরা জানিয়েছে।

আহতরা হলেন, জুয়েল আহমদের চাচাত ভাই প্রবাসী ইমরান আহমদ (৩৩), তাজ উদ্দিন (৪৫) ও গাড়িচালক কাঞ্চন মিয়া (৩৫)। তারা সবাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজনগর থানার এসআই মো. আবু মোকসেদ জানান, আইনজীবী জুয়েল আহমদ তার চাচাত ভাই প্রবাসী ইমরানকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে বাড়ি ফিরছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহমেদকে মৃত ঘোষণা করেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।