গাজীপুর সিটি করপোরেশনে মাদকসহ ৪৫ জনকে আটকের পর দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ বলেন, রোববার রাতে সিটি করপোরেশনের জিরানী ও পদ্মার গেট এলাকায় মাদক বিক্রি ও সেবনের সময় র্যাব ১-এর সদস্যরা অভিযান চালান। তারা ৪৫ জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
“ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।”
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।