প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভা (ফাইল ছবি)

বিএসটিআই আইন লঙ্ঘনে শাস্তি বাড়ছে

শাস্তি আরও বাড়িয়ে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর সংশোধনী খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, একটি অর্ডিন্যান্স সংশোধন করে নতুন করে নিয়ে আসা হয়েছে। আইনে শাস্তিগুলো বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিবন্ধন ছাড়া পণ্য বিক্রি করলে ব্যবসা বাজেয়াপ্তসহ ১ বছরের কারাদণ্ড আর ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর বিএসটিআই অনুমোদন করে না এমন পণ্য বিক্রি, বিপণন, বিজ্ঞাপন দিলে ২ লাখ টাকা জরিমানাসহ চার বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে খসড়া আইনে।

সচিব বলেন, কোনো ব্যক্তি আইন ভঙ্গ করলে ২৫ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে।

এক অপরাধ আবারো করলে জেল জরিমানা দ্বিগুণ হবে তবে অপরাধীরা আপিল করার জন্য একমাস সময় পাবেন বলে জানান সচিব।

উল্লেখ্য, আগের আইনে লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মান ব্যবহার করলে ৬ মাস জেল ও ১৫ হাজার টাকা জরিমানার বিধান ছিল।