শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাল্যবিবাহ নিবন্ধন করায় এক কাজির সহকারীকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৯ মে) দুপুরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রুবেল মাহমুদ ওই দণ্ডাদেশ দেন ও বিবাহের নিবন্ধন বইটি জব্দ করেন।
দণ্ডপ্রাপ্ত ওই কাজির সহকারীর নাম মো. আবদুল বাসেত (৪৫)। তিনি উপজেলার সুরিহারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে সরকারি আইন অমান্য করে উপজেলার একটি গ্রামের এক কিশোরীর (১৬) সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বিবাহের নিবন্ধন করেন কাজির সহকারী আবদুল বাসেত। এ খবর পেয়ে ইউএনও ও নির্বাহী হাকিম রুবেল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৮ ধারায় কাজির সহকারী আবদুল বাসেতকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওই কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে শ্বশুরবাড়িতে পাঠাতে পারবেন না—এই মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও রুবেল মাহমুদ।