বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব করেছেন সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে তিনটি যুক্তি তুলে ধরেন এই আইনজীবী। নিজের ফেসবুক পোস্টে তুলে ধরা সেসব যুক্তিগুলো হল-
- ৩৫ (পঁয়ত্রিশ) বছরের পরে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হলে বেনিভোলেন্ড ফান্ড এর বেনিফিট এর ক্ষেত্রে ডিসক্রিমিনেশন পুরোপুরি দূর করে সকলকে একই সমতায় আনার জন্য গঠনতন্ত্র সংশোধনের অনুরোধ করছি।
- হাইকোর্ট বিভাগের এনরোলমেন্ট এর সাথে সাথে সদস্য করা এবং সাথে সাথে ভোটাধিকার ন্যায়সঙ্গত অধিকার; উভয় ক্ষেত্রে (১+১) = ২ বছর অপেক্ষার বিষয়টি সম্পুর্ণ অযৌক্তিক বিধায় সুপ্রীম কোর্ট বারের গঠনতন্ত্র সংশোধন করা অত্যন্ত জরুরী।
- বার এসোসিয়েশন এর কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্য মাত্র ১৪ (চৌদ্দ) জন। এক্ষেত্রে নতুন সম্পাদকীয় পদ সৃষ্টি করে কার্যকরী কমিটি ১৪ (চৌদ্দ) থেকে বাড়িয়ে ২০ (বিশ) সদস্যে উন্নীত করার প্রস্তাব করছি। কারন বর্তমানে বারের সদস্য সংখ্যা ১০,০০০ (দশ হাজার) এর কাছাকাছি।