জজ সেমিনারে অংশ নিতে চীনে যাচ্ছেন বিচার বিভাগীয় ২০ জন কর্মকর্তা। আগামী ১১ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চীনের রাজধানী বেইজিং-এ সেমিনার অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার (৯ জুলাই) এ উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবেন এবং সেমিনার শেষে ২৭ জুলাই বা এর কাছাকাছি সম্ভাব্য সুবিধাজনক তারিখে ঢাকা ফেরত আসবেন।
‘সেমিনার ফর বাংলাদেশ জাজেজ’ শীর্ষক এ সেমিনারের জন্য মনোনীতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন দায়রা জজ ফারহানা ফেরদৌস, খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার, নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রকিবুল ইসলাম, ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক শেখ মুজাহিদ-উল ইসিলাম, ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল হক, সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এস এম রাজিবুল হাসান, দিনাজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজ জিন্নাত, রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এ এফ এম গোলজার রহমান, চট্টগ্রামের যুগ্ম মেট্রোপলিটন দায়রা জজ মোঃ জহির উদ্দিন, নারায়ণগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন ও কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধীমন চন্দ্র মণ্ডল, হাইকোর্টের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া ও সহকারী রেজিস্ট্রার মোঃ হারুন রেজা এবং আইন ও বিচার বিভাগের ৫ জন সিনিয়র সহকারী সচিব যথাক্রমে মুহাম্মদ তারেক মইনুল ইসলাম ভূঁইয়া, মোঃ শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম, মোল্লা সাইফুল আলম ও মোঃ রেজাউল করিম।