ইলা নবনির্বাচিত কমিটির নেতৃত্বে অহিদ-জিয়া

দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়আ ন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র আইন অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আইআইইউসি ল’ অ্যালামনাই এসোসিয়েশন (ইলা)’এর নব নির্বাচিত কমিটি (২০১৮-২০২০) দায়িত্ব গ্রহন করেছে আজ।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে অ্যাড. সুলতান মুহাম্মদ অহিদ এবং সাধারণ সম্পাদক হিসাবে অ্যাড. ইমতিয়াজ আহম্মেদ জিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ সভাপতি পদে অ্যাড. রাশেদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো এনামুল হক, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ হাসান কায়েস, কোষাধ্যক্ষ পদে অ্যাড. মাহমুদুল ইসলাম সুমন, সহ কোষাধ্যক্ষ পদে অ্যাড. মোহাম্মদ জাহেদ হোসেন, প্রচার ও প্রকাশনা পদে অ্যাড. সম্পাদক মো: কামরুল হাসান সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড.নাসির উদ্দীন রুবেল, সহ সাংস্কৃতিক সম্পাদক অ্যাড.জয়নাল আবেদীন সম্রাট।

কার্যনির্বাহী সদস্য পদে চারজন হলেন অ্যাড. এম.এ কাসেম, অ্যাড.মো:নুরন্নবী, অ্যাড.আরিফুল ইসলাম ও অ্যাড.জাহানারা বিন্তে আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফল ঘোষণা উপলক্ষ্যে ৭ই জুলাই১৮’ দুপুর ১১টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ইলা নির্বাচন কমিশনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সদস্য মাসুদুল হক এর সঞ্চালনায় উক্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.নাজিম উদ্দীন চৌধুরী, ইলার অন্যতম উপদেষ্টা অ্যাড. হোসাইন আল আসকারী, ইলা নির্বাচন কমিশন সদস্য অ্যাড.সাজিদ ইসলাম প্রমুখ। এবং সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়্যারম্যান অ্যাড.মুহাম্মদ রাহিম উদ্দীন চৌধুরী। ইলা’র নবনির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা করেন তিনিঁ।

আরও বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি অ্যাড.শেখ মুহাম্মদ শওকত,নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাড.সুলতান মুহাম্মদ ওহিদ, সাধারণ সম্পাদক অ্যাড.ইমতিয়াজ আহম্মেদ জিয়া।এছাড়াও সাবেক শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাড. আশরাফুল হক আনসারী, অ্যাড. মানস দাস,অ্যাড.সাইফুল্লাহ চৌধুরী নয়ন এবং অ্যাড.জুয়েল দাশ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিভিন্ন পেশায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য আইআইইউসি’র আইন অনুষদের সাবেক শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।চট্টগ্রাম বার ও আদালতের বিভিন্ন কর্মসূচীতে সুনামের সহিত দায়িত্ব পালনে জন্য আইআইইউসি’র ল’ গ্রাজ্যুয়েটদের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি চট্রগ্রাম বারের বিভিন্ন প্রেক্ষাপট উল্লেখ করে সততা ও নিষ্ঠা সহকারে আইন পেশা পরিচালনার জন্য সাবেক শিক্ষার্থীদের প্রতি আহব্বান জানান তিনিঁ। এবং সংগঠনের নতুন নেতৃবৃন্দ যথাযথভাবে দায়িত্ব পালন করে সফলকাম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর বিকাল ২ টায় একই জায়গায় বিদায়ী কমিটির উদ্যোগে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.আলী আকবর সানজিক এর সঞ্চালনায় বিদায়ী কমিটির সাংগঠনিক কর্মকান্ড তুলে ধরেন অ্যাড.লোকমান, আর্থিক বিবরণী তুলে ধরেন অর্থ সম্পাদক অ্যাড.মো:ইলিয়াস।

সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

উক্ত অনুষ্ঠানে আইআইইউসি’র আইন অনুষদের প্রাক্তন প্রায় ৬০০ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম থেকে- মো:রায়হান ওয়াজেদ চৌধুরী