স্পেনে ঠিকভাবে আয়কর না দেওয়ার দায়ে দু’বছরের জেল এড়ানোর জন্য ১৯ মিলিয়ন ইউরো দিচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের আয়কর বিভাগও এতে আপত্তি জানাননি। ফলে রিয়াল মাদ্রিদের সাবেক তারকার আর কোনও সমস্যা থাকছে না।
স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, এই পরিস্থিতে রোনালদোকে দিতে হবে ৩২ লাখ ইউরো জরিমানা এবং সঙ্গে অনাদায়ী করের আরো ৫৭ লাখ ইউরো।এছাড়া রয়েছে জমা করের ১০ লাখ ইউরো ও ৪৮ মাসের জেলের হাত থেকে রক্ষা পেতে প্রতিদিন ২৫০ ইউরো। মোট যার পরিমাণ পৌঁছে যেতে পারে এক কোটি ৯০ লাখ ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড়শ কোটি টাকারও বেশি!
অবশ্য রোনালদোকে এমনিতেও জেলে যেতে হত না। কারণ, স্পেনের আইন অনুযায়ী, প্রথমবার ট্যাক্সফাঁকি সংক্রান্ত কোন অপরাধ করলে কাউকে যদি দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়, তাহলে তাকে জেলে যেতে হয় না। আইন মোতাবেক দু’বছর বা তার কম সময়ের জন্য জেল হলে দোষী ব্যক্তি এই সময়টা ‘প্রবেশন’-এ (পরীক্ষাকাল) কাটাতে পারে।
দীর্ঘ নয় বছর স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদো সদ্যই ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন। রিয়ালে খেলার সময় আয় গোপন করার অভিযোগ ওঠে পর্তুগালের এই তারকার বিরুদ্ধে। গত বছরের জুলাইয়ে তাকে মাদ্রিদের আদালতে হাজিরা দিতে হয়। আয় গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়।
তবে পুরো বিষয়টি নিয়ে কোন টু শব্দ করেন নি জুভেন্টাস তারকা। বরং বান্ধবী জর্জিনা রড্রিগুয়েজকে নিয়ে বেশ ছুটির মুডেই আছেন রোনালদো।