বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খান

কোটা আন্দোলনের নেতা রাশেদের বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুক লাইভে কটূক্তির অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার (২৯ জুলাই) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেছেন।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেছেন আদালত।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, ২৭ জুন রাশেদ খান কোটা সংস্কার চাই নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন। এসব মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। ওই ঘটনায় গত ১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় বাদী হয়ে শাহাবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।