দেশের বিভিন্ন জেলার ১৯০ জন শিক্ষককে এমপিও সুবিধা দেয়ার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, বিভিন্ন জেলার ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে এমপিও সুবিধা পাচ্ছেন। কিন্তু রিটকারী ১৯০ জন শিক্ষক ডিগ্রি শাখার তৃতীয় কোটায় নিয়োগ নিয়োগ পেলেও এমপিও সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তাই এর প্রতিকারে এমপিও সুবিধা পেতে তারা হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানিতে রুল জারি করেন আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত এই রায় দেন।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ডিগ্রি কলেজের প্রভাষক মো. আরিফুজ্জামান, মো. আব্দুল হান্নান, মোসা. মনিরা খাতুন, মো, আফজাল হোসেনসহ বিভিন্ন কলেজের মোট ১৯০ জন শিক্ষক ওই রিট আবেদন করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত তাদেরকে এমপিও সুবিধা দিতে রায় ঘোষণা করেন।