সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটিয়ে সহিংসতার আহ্বান জানানোর অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
৫ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে চলমান আন্দোলনকে উসকে দেওয়ার জন্য ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এই তিনজনকে আটক করে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এ কথা জানিয়েছেন।
আটক করা তিনজন হলেন মাহবুবুর রহমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমোরি চিপ এবং ফেসবুক আইডি ও গ্রুপ জব্দ করা হয়।Eprothomalo
মাহবুবুর রহমান নিজেকে সাইবার এনালিস্ট বলে পরিচয় দিয়েছেন। তিনি সাইবার মাহবুব নামেও পরিচিত। সাইবার সেবাদানের কথা বলে একটি গ্রুপ খোলেন তিনি। তাঁর গ্রুপটি হলো: FightForSurvivorsRight.FSR এবং তাঁর নিজের আইডি হচ্ছে arman@mahahabubur rahman.
মাহবুবুর রহমান অপপ্রচার ও গুজব রটানোর জন্য এগুলো ব্যবহার করেন।
তা ছাড়া সাইদুল ইসলাম ও আলমগীর হোসেন নিজেদের আইডি ব্যবহার করে সহিংসতার পক্ষে গুজব রটান।
তাঁরা ফেসবুক লাইভ, পোস্টসহ নানা কনটেন্ট শেয়ার করে আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রাখেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়।
আটক তিনজনই অনলাইন অ্যাকটিভিস্ট।