রাজশাহীতে বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরুর প্রথম দিন রোববার (৫ আগস্ট) ২৮০টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রফিক বিভাগ আটক করেছে ৭টি সিএনজিচালিত অটোরিকশা।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে এ তথ্য সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, সকাল থেকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা, তালাইমারি মোড়, নওদাপাড়া আমচত্বরসহ সাতটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মামলা হয়েছে ২৮০টি। এর মধ্যে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন রয়েছে। রাত ৯টা পর্যন্ত তল্লাশি অভিযান চলবে। তাই এ সংখ্যা আরও বাড়বে।
এদিকে, আজ সোমবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এসময় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ কমিশনার। পরে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জোরদার করা হয়।
ট্রাফিক সপ্তাহ-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।
এছাড়া মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।