উচ্চতর প্রশিক্ষণ নিতে ভারতের কেরালায় যাচ্ছেন আট আইনজীবী

মেডিয়েশন ও আরবিট্রেশন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে ভারতের কেরালায় যাচ্ছেন আট আইনজীবী। তারা সবাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) অ্যাক্রিডিটেড মেডিয়েটর।

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে বিমসের কার্যনির্বাহী কমিটির সভায় রোববার (৩০ সেপ্টেম্বর) তাদেরকে কেরালায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই আট আইনজীবী হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ড. এস এম খালিকুজ্জামান, অ্যাডভোকেট মো. নিয়ামুল কবীর, মো. হাদিউজ্জামান, তিতাস কান্তি পণ্ডিত, শর্মিলী চ্যাটার্জি পিংকী, পারভীন আক্তার ডলি, মো. মোজাম্মেল হক ও খোন্দকার রফিক হাসনাইন।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী জানান, আগামী ৮ থেকে ১২ অক্টোবর ভারতের কেরালা রাজ্যের কোচিন শহরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেডিয়েশন অ্যান্ড আরবিট্রেশন সেন্টারে এ প্রশিক্ষণ হবে।

কার্যনির্বাহী কমিটির সভায় বিমসের সেক্রেটারি অ্যাডভোকেট হরিদাস পাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মন্ডল, মুখপাত্র অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. হুমায়ন কবির শিকদার, অ্যাডভোকেট শাহিনুর ইসলাম ও অ্যাডভোকেট আফসানা বেগম উপস্থিত ছিলেন।