ব্যারিস্টার মইনুল হোসেন

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে জিডিটাল নিরাপত্তা আইনে মামলা

জিডিটাল নিরাপত্তা আইনে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ও ২৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আদালতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সুমনা আক্তার লিলি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার বাদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গেত, মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুরের একটি মানহানি মামলায় গ্রেফতার করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২২ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।