বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা আগামী ১ নভেম্বর তারিখ হতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা শুধুমাত্র প্রবেশপত্র প্রদর্শন করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন-
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশীটের মুল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছে এবং নির্ধারিত পিউপিলেজ সময়সীমা ৬ মাস পার হয়েছে তারা ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এনরোলমেন্ট পরীক্ষার ফরম জমা দিতে পারবেন।