সুপ্রিম কোর্টে জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের প্রতীকী অনশন

সুপ্রিম কোর্টে জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের প্রতীকী অনশন

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তারেক রহমানের দণ্ড বাতিল, ব্যারিস্টার মইনুল হোসেনসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার’ দাবিতে প্রতীকী অনশন করেছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনে সভাপতির কক্ষের সামনে রোববার (১১ নভেম্বর) জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্ট এই প্রতীকী অনশনের আয়োজন করে।

সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ শতাধিক আইনজীবী এতে অংশ নেন। পরে তিনি আইনজীবীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

আইনজীবী আয়েশা আক্তারের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন আইনজীবী তৈমূর আলম খন্দকার, মনির হোসেন, আবেদ রাজা, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, গাজী কামরুল ইসলাম সজল, মো. আলী, মো. ফারুক হোসেন, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, নাছরিন আক্তার, কাজী জয়নাল আবেদীন, মতিলাল ব্যাপারী, শরীফ ইউ আহমেদ প্রমুখ।

তারা বলেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। এসব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা অবিলম্বে বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হবে। তারেক রহমান, ব্যারিস্টার মইনুল ইসলামসহ সব রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

জয়নুল আবেদীন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবীদের আন্দোলন চলছে, চলবে।

মনির হোসেন বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। যারা নির্বাচনে যাবেন তারা ১৬ কোটি মানুষের অধিকার নিশ্চিহ্ন করবেন। আর যারা যাবেন না তারা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অংশ নেবেন। আমরা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করব।