হাইকোর্ট

সাবেক বিচারপতির ছেলের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিলে আবেদন খারিজ

সাবেক বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন, ভূমি ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেন (রাজু)-এর দুর্নীতির মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও এম এ আজিজ খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মো. হেলাল উদ্দিন মোল্লা।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ডা. আফজাল হোসেনের (রাজু) পিতা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকার সুবাদে তিনি (রাজু) ক্ষমতার অপব্যবহার করে বদলি বাণিজ্যের মাধ্যমে ১০ কোটি ৬১ লাখ ১৩১ টাকা অবৈধভাবে অর্জন করে বলে অভিযোগ ওঠে। টাকাগুলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ধানমন্ডি শাখা, সিলন ব্যাংকের ধানমন্ডি শাখা, এবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে জমা রাখেন। পরে ৯ কোটি ৬১ লাখ ১৩১ হাজার টাকা উত্তোলন করে উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করেন।

পরে দুদকের সহ-পরিচালক মো. ইব্রাহিম অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর এ মামলায় তদন্ত করে ২০০৯ সালের ২৫ জুন আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন। ২০১৭ সালের ২২ অক্টোবর এ মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

কিন্তু চার্জ গঠনের পর ২০১৭ সালের ২৬ নভেম্বর মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানান আফজাল হোসেন। শুনানি নিয়ে সেই আবেদন খারিজ করে দেন আদালত।