বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত নবীন আইনজীবীদের জন্য চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অন্তর্ভুক্তি ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ডিসেম্বর, ২০১৮ তারিখে যারা অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল থেকে তালিকাভুক্ত হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সদস্যপদ গ্রহন করতে ইচ্ছুক সে সকল আইনজীবীদেরকে আগামী ৩১ জানুয়ারি তারিখের মধ্যে সমিতির কার্যালয় থেকে মেম্বারশীপ ফরম সংগ্রহ করে নিন্মোক্ত যাবতীয় কাগজপত্রাদি ফাইল করে ফাইলের উপর নাম, ঠিকানা, মোবাইল নং, এডভোকেটশীপ পরীক্ষার রোল নম্বর লিপিবদ্ধ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা গেল।
এছাড়া মেম্বারশীপ ফরম সংগ্রহের সময় পত্রিকার বিজ্ঞপ্তি বাবদ ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা জমা প্রদান করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংযুক্ত কাগজপত্রাদি:
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২ কপি কোট পরিহিত ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশীট এর সত্যায়িত ফটোকপি।
- বার কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত পরীক্ষার প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন ফটোকপি।
- নির্ধারিত হলফনামা ২০০/- টাকা ননজুডিসিয়াল ষ্ট্যাম্পে (নমুনা মতে)।
অ্যাডভোকেট রায়হান ওয়াজেদ চৌধুরী/চট্টগ্রাম প্রতিনিধি