বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন

বাফুফে’র সভাপতিকে দুদকে তলব

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য নথিপত্র চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আবু হোসেনকে নোটিশ পাঠিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুদকের উপ-পরিচালক নাসিরউদ্দিন এই নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে সালাউদ্দিন ও আবু হোসেনের নিজ নিজ আয়-ব্যয়ের হিসাব, বাফুফের খরচ, আয়, ব্যাংক হিসাব দুদকে জমা দিতে বলা হয়েছে।

যদিও দুদকের নোটিশের সকল বিষয়ই পুরোনো বলে দাবি করেছে বাফুফে। মীমাংসিত বিষয়ে দুদক কেন আবার নোটিশ পাঠিয়েছে তা বলতে পারছেন না সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে এটা নির্বাচনী রাজনীতির এক অংশ হতে পারে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টম্বরে ভুটানের কাছে হারের পর একবছর আন্তজার্তিক ফুটবল থেকে দূরে ছিল বাংলাদেশ। এই সময়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে উঠতে ব্যর্থ হওয়া দলগুলোকে খেলার মধ্যে রাখতে সলিডারিটি কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়। এএফসির ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় বাফুফে।