বাংলাদেশের উচ্চ আদালত

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের বাসা থেকে ইয়াবা উদ্ধার: এএসপিকে তলব

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আজাদকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ মার্চ ওই কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

এর আগে ২৪ ফেব্রুয়ারি এ মামলার আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামানের জামিন শুনানিকালে তদন্তকারী সিআইডি কর্মকর্তাকে তলব করেছিলেন হাইকোর্ট। যার ধারাবাহিকতায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) সিআইডি’র তদন্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ আদালতে হাজির হন।

আদালত তার কাছে মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মেহেদী বলেন, ‘আমি আর এ মামলার তদন্তের দায়িত্বে নেই। নারায়ণগঞ্জের এএসপি নাজিমউদ্দিন আজাদ এ মামলার তদন্তের দায়িত্বভার পেয়েছেন।’ বর্তমানে তিনি কক্সবাজারে একটি অপারেশনের দায়িত্বে আছেন।

এরপর আদালত আগামী ৪ মার্চ নারায়ণগঞ্জের এএসপিকে হাজির হতে নির্দেশ দেন।

প্রসঙ্গত,২০১৮ সালের ৭ মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা দায়ের হয়।