সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক প্রীতিভোজ রোববার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ভোজসভায় বিচারপতি, এমপি-মন্ত্রীসহ সমিতির বিভিন্ন স্থরের সদস্যরা অংশ নিয়েছেন। এ সময় বার্ষিক ভোজটি মিলনমেলায় পরিণত হয়।
বার্ষিকভোজের অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি ইমান আলীসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বারের সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক সম্পাদক এ এম আমীন উদ্দিনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ভোজসভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রমুখ।
প্রীতিভোজে সাধারণ আইনজীবীরা অংশ নিয়ে একজন আরেকজনের খোঁজ খবর নেন এবং দুপুরে একসঙ্গে খাবার গ্রহণ করেন। এ ছাড়াও ঢাকা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের জন্য অনেক প্রার্থীকে ভোট চাইতে দেখা গেছে।
এ দিন সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।