দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
আজ বুধবার (২৬ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
একইসঙ্গে সারাদেশে রেলের আধুনিয়কায়ন, সংস্কার এবং সংরক্ষণে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষনা করা হবে না, সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে বলে জানান রিটকারি আইনজীবী অমিত দাসগুপ্ত।
গতকাল মঙ্গলবার (২৫ জুন) একটি জাতীয় দৈনিকে ‘সংস্কারের অভাবেই রেলে মৃত্যুফাঁদ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিট আবেদনে।
এর আগে, গত রোববার (২৩ জুন) মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের বগি কালভার্ট ভেঙ্গে খাদে পড়ে ৪ জন নিহতের পর প্রতিবেদনটি পত্রিকায় প্রকাশিত হয়।