ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীন আচরণের দায়ে অব্যাহতি দিয়েছে সরকার। তবে তিনি বলছেন, ‘আমি জানি না কেন আমাকে অব্যাহতি দিল। আমি কীভাবে দায়িত্ব অবহেলা করছি আমি জানি না। সরকার যাকে যখন ইচ্ছা নিয়োগ দিতে পারেন। এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। তবে এখনও আমার হাতে অব্যাহতির কোনও কপি আসেনি।’
জাহাঙ্গীর আলম চৌধুরী হলি আর্টিজান হামলা মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অব্যাহতির পর আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রতিক্রিয়া জানানোর সময় গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘হলি আর্টিজান মামলায় গত ১ বছরে ১১২ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আজও ১১৩ তম সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলছে। এরপরেও আমি কীভাবে দায়িত্বে অবহেলা করছি আমি জানি না।’
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, ‘বিষয়টি আমার জানা নেই। কেন তাকে অব্যহতি দিলো জানি না।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীন আচরণের জন্য ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসমত জাহান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতির এই আদেশ আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।