মানবাধিকারের নামে প্রতারণা করা সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন
জাতীয় মানবাধিকার কমিশন

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হলেন মো. মনিরুজ্জামান

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব নিযুক্ত হয়েছেন মো. মনিরুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত এই অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ দিয়ে রোববার (১ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আওতাধীন এই সংস্থা মানুষের অধিকার রক্ষায় কাজ করে। একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্যসহ কমিশনারদের নিয়ে কমিশন গঠিত হয়।

উল্লেখ্য, মানবাধিকার কমিশনের সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব হিরন্ময় বাড়ৈকে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ২৫ নভেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।