অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

এফিডেভিট শাখায় বদলি প্রমাণ করে দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতি কঠোর

অনিয়মের অভিযোগ ওঠায় এফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে বদলির ঘটনা দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতির কঠোর অবস্থানের প্রমাণ বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) এফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে বদলির ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখনই কোনও প্রতিষ্ঠানে দুর্নীতি ঢুকে যায় তখন সেই দুর্নীতি রোধের জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয়। প্রধান বিচারপতি সোমবারও (২ ডিসেম্বর) বলেছেন, তিনি কঠোর হস্তে এগুলো দমন করার চেষ্টা করছেন। তাই আমি মনে করি, এফিডেবিট শাখায় বদলি তার কঠোর অবস্থানের প্রমাণ।’

এর আগে মঙ্গলবার সকালে এফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করে কোর্ট প্রশাসন।

উল্লেখ্য, সোমবার একটি মামলার শুনানি সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে না পারায় হতাশা প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে এফিডেবিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হয়।