‘রাষ্ট্র বনাম জাকারিয়া পিন্টু ও অন্যান্য’ মামলা: আগাম জামিনে আত্মসমর্পণ প্রসঙ্গ
উচ্চ আদালত

সুপ্রিম কোর্ট দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

দেশে তৃতীয় বারের মতো পালিত হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০১৯’। দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যবস্থাপনায় ও ল’ইয়ার্স মেডিটেশন সোসাইটির কারিগরি সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দেশের সর্বোচ্চ আদালতের মূল ভবন চত্বরে দিনব্যাপী এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আর্ত-পীড়িত মানবতার সেবায় রক্তদান একটি মহৎ কাজ বিধায় উল্লিখিত রক্তদান কর্মসূচিতে রক্তদানে আগ্রহী সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করতে পারবেন।