পাকিস্তানের ২৭তম প্রধান বিচারপতি গুলজার আহমেদ

শপথ নিলেন পাকিস্তানের ২৭তম প্রধান বিচারপতি

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি গুলজার আহমেদ। দেশটির ২৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আইওয়ান-ই-সদর-এ শনিবার (ডিসেম্বর) সকালে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইশার, সিনেট চেয়ারম্যান সাদিক সাঁজরানি, মন্ত্রিসভার সদস্য, এমপি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবীরা।

২০২২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন গুলজার আহমেদ। তিনি সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার স্থলাভিষিক্ত হলেন।

১৯৫৭ সালের ২ ফেব্রুয়ারি করাচিতে জন্মগ্রহণ করেন বিচারপতি গুলজার। ১৯৮৮ সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সূত্র: দ্য নেশন