জনগণ আপনাদের দিকে তাকিয়ে, নবীন বিচারকদের আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

জেলা জজদের বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর জোর দিতে বললেন আইনমন্ত্রী

মামলা দায়েরের যে হিড়িক তাতে কোনো দিনই সব মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না। এজন্য বিকল্প বিরোধ নিষ্পত্তির দিকে জোর দিতে জেলা জজদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘সরকারি আইনি সেবা ও সুশাসন শক্তিশালীকরণ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, ‘আজকে মামলা দায়ের করার যে হিরিক, আমি বলবো এটাকে যদি একটা ট্রেন্ড হিসেবে দেখি, তাহলে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি। এই মামলা শেষ করা যাবে না। পৃথিবীর কোথাও শেষ করা যায়নি। এটাই বাস্তবতা।’

তিনি বলেন, যেভাবে মামলা দায়ের হয় সেইভাবে নিষ্পত্তি করা না গেলে মামলা শেষ হবে না যত দিন পৃথিবী আছে।

মন্ত্রী বলেন, আমি যুক্তরাষ্ট্রে গিয়ে দেখেছি, সেখানে ৯০ শতাংশ মামলা কোর্টের বাইরে নিষ্পত্তি হয়। আর ১০ শতাংশ মামলা কোর্টে নিষ্পত্তি হয়। আমাদেরও বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী বলেন, বিদ্যমান মামলাজট হ্রাস করতে লিগ্যাল এইড অফিসগুলো যাতে কার্যাকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় আইন প্রণয়নের পাশাপাশি দেওয়ানি কার্যবিধি আইনের ৮৯ (এ) ধারায় সংশোধনী এনেছে। যাতে দরিদ্র ও দুস্থ জনগণকে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি পক্ষগণের মধ্যে থাকা বিরোধগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। এজন্য সরকার লিগ্যাল এইডের অফিসারদের এডিআর বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাদের দক্ষতা বৃদ্ধি করতে কাজ করছে। আমার বিশ্বাস অসহায়, দরিদ্রদের আইনি সহায়তা দিতে আপনারা সহযোগীতা করবেন। ২০০৯ থেকে এ পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ২৭৪ জনকে সরকারি আইনগত সহযোগিতা প্রদান করা হয়েছে। আর ক্ষতিপূরনের অর্থ আদায় করা হয়েছে ২৮ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৬১৫ টাকা।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত অনুষ্ঠানে জেলা জজরা অংশ নেন। সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট প্রতিনিধি ভ্যান গুয়েন প্রমুখ।