চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ২০২০ সালের বার্ষিক নির্বাচন সোমবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত কর আইনজীবী ঐক্য পরিষদের ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে কর আইনজীবী সমন্বয় পরিষদের আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯ পদে কর আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সভাপতিসহ ৭ পদে জয় পেয়েছেন কর আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। এছাড়া কোষাধ্যক্ষ পদে সম্মিলিত আইনজীবী সংসদের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সম্পাদকীয় পদে নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ সভাপতি পদে কর আইনজীবী সমন্বয় পরিষদের মঞ্জুরুল কাদের চৌধুরী, সহ সাধারণ সম্পাদক পদে কর আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ পদে সম্মিলিত আইনজীবী সংসদের আক্তারুজ্জামান শিমুল, সংস্কৃতি সম্পাদক পদে কর আইনজীবী ঐক্য পরিষদের আলমগীর, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে কর আইনজীবী সমন্বয় পরিষদের ইফতেখার আনিস, সমাজ কল্যাণ সম্পাদক পদে কর আইনজীবী সমন্বয় পরিষদের হুমায়ূন কবির।
এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- কর আইনজীবী সমন্বয় পরিষদের সঞ্জীবন, এহসান, জাবেদ ও মামুন এবং কর আইনজীবী ঐক্য পরিষদের মতিন, শরীফ, বেলায়েত, আব্দুর রাজ্জাক ও জামাল।