টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড ও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই পরীক্ষা কেন্দ্রের সচিব মো. ইমরান হোসেন ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।
বহিষ্কৃত দুই পরীক্ষার্থী মমিত ও সবুজ আল মামুন। তাঁরা ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছামতো পরীক্ষা কক্ষের আসন বিন্যাস, এক কক্ষের পরীক্ষার্থী অন্য কক্ষে পরীক্ষা দেওয়া, এবং পরীক্ষার কক্ষে স্মার্ট ফোন ব্যবহারসহ নানা অনিয়ম করছিল। খবর পেয়ে ইউএনও এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ পরীক্ষা কেন্দ্রে যান। অভিযোগের সত্যতা পেয়ে প্রথমে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই শিক্ষককে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।
ইউএনও জানান, পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজ উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষককে বিকেলে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।