গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসির গণিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক আজিজুল খান মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্সের (রসায়ন) শিক্ষার্থী। আজিজুল শুয়াগ্রাম দয়াল হালদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজিজুল হাওলাদারের পরীক্ষায় প্রক্সি দিয়েছিলেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস.এম মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল খানকে আটক করা হয়। পরে ওই যুবকের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করলে সে অন্যের (আজিজুল হাওলাদার) প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে।
পরে ওই যুবককে সাজা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আর প্রকৃত ছাত্র আজিজুল হাওলাদারকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।