আসন্ন আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা মহানগর আইনজীবী সমিতির প্রার্থীদের প্রবেশ পত্র বিতরণ কার্যক্রম আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে যা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া আগামীকাল ২০ ফেব্রুয়ারি থেকে দেশের অন্যান্য আইনজীবী সমিতির প্রার্থীরা স্ব স্ব নির্বাচিত (অপটেড) বার অ্যাসোসিয়েশন থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন।
প্রবেশপত্র সংগ্রহের জন্য প্রার্থীকে সশরীরে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি প্রবেশপত্র সংগ্রহের জন্য প্রার্থীকে অবশ্যই তার রোল নাম্বার জানতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
উল্লেখ্য, আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।