ঢাকা আইনজীবী সমিতির ডিজিটাল ওকালতনামা জালিয়াতির অভিযোগে এক আইনজীবীকে করা হয়েছে। আটক আইনজীবীর নাম মোঃ জয়নাল আবেদীন। এসময় তার কাছে থেকে ৫০টি জাল ওকালতনামা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি জাল ওকালতনামাসহ তাকে হাতেনাতে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এ এইচ এম শরিফুল ইসলাম মোল্লা ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে ৫০টি জাল ডিজিটাল ওকালতনামাসহ আটক করা হয়। সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।