জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

শতাধিক বাজারে অভিযান, ১৫৮ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকাসহ সারাদেশে পাইকারি, খুচরা বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ মোট ১০১টি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এতে নানা অনিয়মের দায়ে ১৫৮টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ছয় হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে মঙ্গলবার (৭ জুলাই) ঢাকাসহ সারাদেশে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের কারণে ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের নিয়মিত ও বিশেষ বাজার তদারকি কার্যক্রম চলছে। দেশের এই ক্রান্তিলগ্নে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য ব্যবসায়ীদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।