বিচারহাইকোর্টে হাজির হয়ে এক কিশোরী বললেন, ‘আমি ধর্ষণের শিকার, বিচার চাই’পতি সিনহার নামে মিথ্যা মামলা: ব্যারিস্টার হুদার বিষয়ে আদেশ মঙ্গলবার
উচ্চ আদালত

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। ফলে সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে ডিসেম্বরের ২০-৩১ তারিখ পর্যন্ত হাইকোর্ট ও আপীল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

আজ সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ভার্চ্যুয়াল (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইতিপূর্বে বাতিলকৃত অবকাশকালীন ছুটি পুনর্বিবেচনাপূর্বক আগামী ২০-২৪ এবং ২৭-৩১ ডিসেম্বর সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের আদালতসমূহে ছুটি ঘোষণা করা হয়েছে।