সংসদ নির্বাচনে মাঠে থাকবে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট
ভ্রাম্যমাণ আদালত

পঙ্গু হাসপাতালে র‍্যাবের অভিযান, দালালচক্রের ১১ সদস্যের কারাদণ্ড

রাজধানীর পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। এ সময় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

আজ বুধবার (২১ অক্টোবর) র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভনে প্রতারণার ফাঁদে ফেলে পঙ্গু হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে ভালো চিকিৎসকের কথা বলে নিয়ে যেত দালাল চক্রের এসব সদস্যরা।

এছাড়া বিভিন্ন বাহানায় তাদের কাছ থেকে হাতিয়ে নিত হাজার হাজার টাকা। টাকা দিতে না পারলে করত হয়রানি। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দালালচক্রের ১১ সদস্যকে আটক করে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় দালালচক্রের সঙ্গে হাসপাতালে কেউ জড়িত কিনা বা কোন হাসপাতাল জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান তিনি।