জুরাইনের ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি
গাইবান্ধা জেলা আইনজীবী সমিতি

অবিলম্বে নির্বাচন না দিলে কর্মবিরতির হুঁশিয়ারি

গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে তিনদিনের মধ্যে নির্বাচনী তফসীল ঘোষণা না করলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সমিতির সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা বারের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সাধারণ আইনজীবীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দুই বছর আগে গাইবান্ধা জেলা বারের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও তারা নির্বাচন অনুষ্ঠান না করে দায়িত্ব পালন করছেন। এর আগে এসব অনিয়মের অভিযোগ এনে কমিটি থেকে দুই জন সহ-সভাপতি পদত্যাগ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এ্যাড. সিদ্দিক হোসেন সেলিম, এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড. আশরাফ আলী, এ্যাড. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড. জাহাঙ্গীর হোসেন, এ্যাড. মুরাদ জামান রব্বানী, এ্যাড. মাজহারুল ইসলাম সোহেল।

অবিলম্বে জেলা বারের সকল আয় ব্যয়ের হিসাব প্রকাশ, গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, আইনজীবী সুপার মার্কেটের অধিগ্রহন বাবদ প্রাপ্ত অর্থ সমুহ আইনজীবিদের কল্যাণে সুষ্ঠ ব্যবহার নিশ্চিতসহ বিক্ষোভ থেকে বিভিন্ন দাবী জানান আইনজীবীরা।