পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলযোগে অভিনব পন্থায় নিউইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ নাহিদ পারভেজ তাহিন (৩৭), মোঃ মিজানুর রহমান জুয়েল (৩৮), মোহাম্মদ ইমাম হোসেন খান রাহাত (৪০) ও মোহাম্মদ রাজীব হাওলাদার (২৮)।
সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, রোববার (৬ ডিসেম্বর) খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে গোপন সূত্রে জানা যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয় বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, সম্প্রতি তারা কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে আনীত ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করে। সংগৃহীত ইয়াবার চালান গত রবিবার (৬ ডিসেম্বর) নিউইয়র্কে প্রেরনের উদ্দেশ্যে জিপিও-তে জমা দেওয়ার বিষয় স্বীকার করে। অভিযুক্তদের প্রদত্ত তথ্যের আলোকে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় উক্ত পার্সেলটি সনাক্ত করা হয়।
তিনি আরো বলেন, জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে উক্ত পার্সেল খোলা হয়। উক্ত পার্সেলের মধ্যে দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাই এর ভিতর ফাঁকা জায়গায় পলিথিন দ্বারা অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। উক্ত দুটি জিন্স প্যান্ট থেকে পাওয়া ৬৮টি স্ট্রাইক হতে ২০৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত অর্থ লগ্নীকারী এবং পৃষ্ঠপোষকদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে তদন্ত অব্যাহত আছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।