বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথম শ্রেণির ক্ষমতাসম্পন্ন ত্রিশ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করেছে সরকার।
আজ বুধবার (৯ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রহমত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেন্দ্রের বাহিরে ও ভিতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বপালনের জন্য প্রথম শ্রেণির ক্ষমতাসম্পন্ন ত্রিশ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হল।
কেন্দ্রের নামসহ মনোনীত ম্যাজিস্ট্রেটের তালিকার জন্য বিজ্ঞপ্তি দেখুন।