জামিন বিষয়ক আইন নিয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
জামিন বিষয়ক আইন নিয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

সুপ্রিম কোর্টে ‘জামিন বিষয়ক আইন’ শীর্ষক কর্মশালা রোববার

জামিন? কে না বুঝে! কিন্তু জামিন বিষয়ক আইন? আইনজীবীরা জানলেও বিচারপ্রার্থী মানুষের এতদসংক্রান্ত জ্ঞান সীমিতই বলা চলে। এজন্য সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এবার আয়োজন করা হয়েছে জামিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

আগামী রোববার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া চারটায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে।

কর্মশালায় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জনাব এ, এস, এম আব্দুল মোবিন যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।