এ বছর সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আইন পেশায় ২৫ বছর পূর্ণ হওয়া ৩৫ আইনজীবীকে সম্মাননা দিয়েছে আইনজীবী সমিতি।
সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন সভাপতিত্বে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা দেয়া হয়।
ওই ৩৫ আইনজীবী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি খিজির আহমদ চৌধুরী ও বিশেষ অতিথিদের নিকট থেকে শ্রদ্ধা ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।
শ্রদ্ধা স্মারক ও সম্মাননা স্মারক গ্রহণকারী আইনজীবীরা হলেন- সৈয়দা শিরীন আক্তার, মো. জহুরুল ইসলাম, মো. মনজুর কাদির, দেবাশীষ কুমার দাস, চৌধুরী আতাউর রহমান আজাদ, মো. ইয়াকুতুল বাসিত (শাহীন), মো. আব্দুল মুনিম (শিপু), ফেরদৌস আরা বেগম (জেনি), আলেয়া বেগম, মো. আলিম উদ্দিন, মো. আজিজুর রহমান (মানিক), মো. আশিক আলী, মো. আখতার বক্স (জাহাঙ্গীর), গোপাল চন্দ্র দত্ত, মো. শহিদুল ইসলাম, সৈয়দ ফেরদৌস আহমদ, সুফিয়ান আহমদ চৌধুরী, সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), শ্রী মানিক চন্দ্র নাথ, শুভ্রাংসু শেখর দে, গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, হোসেন আহমদ, মো. এমদাদুল হক, মো. আতিকুর রহমান শাবু, মহানন্দ পাল, একেএম ফখরুল ইসলাম, মো. ছয়ফুল হোসেন, মির্জা মো. জয়নাল উদ্দিন, আয়েশা বেগম, নাহিদা চৌধুরী, প্রসেনজিৎ দে, মো. সিরাজ উদ্দিন, আব্দুর রহমান, মো. মঈন উদ্দিন ও লুৎফা বেগম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ১৯ জন মেধাবী সন্তানকে এককালীন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।