অতিরিক্ত ট্রাফিক (ব্যবহারকারী) ঢোকার কারণে নির্ধারিত ইউজার লিমিট অতিক্রম করায় বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ‘ট্রাফিক জ্যাম’ সৃষ্টি হয়েছে। ফলে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এতে উৎকণ্ঠায় রয়েছে পরিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে সংস্থার ওয়েবসাইটে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিকেল চারটায় আসন্ন ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করার ঘোষণা দেয়া হয়।
সে অনুযায়ী নির্ধারিত সময়ে অসংখ্য পরিক্ষার্থী একসঙ্গে ওয়েবসাইটে আসন বিন্যাস জানতে প্রবেশের চেষ্টা করলে এ জটিলতা তৈরি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে প্রায় একঘণ্টা বেশি সময় অতিবাহিত হলেও বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
ফলে দেখা যাচ্ছে না আসন বিন্যাস (যদি প্রকাশ করা হয়ে থাকেও)। এতে উৎকণ্ঠায় রয়েছেন পরিক্ষার্থীরা।